| |
               

মূল পাতা আন্তর্জাতিক ১১ হাজারেরও বেশি কাশ্মীরি নারীকে গণধর্ষণ ও শ্লীলতাহানি করেছে ভারতীয় বাহিনী


১১ হাজারেরও বেশি কাশ্মীরি নারীকে গণধর্ষণ ও শ্লীলতাহানি করেছে ভারতীয় বাহিনী


আন্তর্জাতিক ডেস্ক     05 May, 2025     05:24 PM    


১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত  ১১ হাজার ২৬৭ জন কাশ্মীরি নারীকে গণধর্ষণ ও শ্লীলতাহানি করেছে ভারতের সেনাবাহিনী।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৮৯ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত ভারতীয় বাহিনীর আগ্রাসনে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়েছে ও সমাজের সামগ্রিক কাঠামো নষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়েছে পরিবার।

ওয়েবসাইটটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮৯ থেকে ২০২৫ সালের মধ্যে মোট ৯৬ হাজার ৪৩২ জনকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। যার মধ্যে ৭ হাজার ৩৮২ জনকে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে। এছাড়াও গ্রেফতার হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৩৬ জন বেসামরিক নাগরিক। ১ লাখ ১০ হাজার ৫৫৯ টি কাঠামো (ঘরবাড়ি, দোকান ইত্যাদি) পুড়িয়ে দেওয়া বা ধ্বংস করা হয়েছে।

নারী ও শিশুদের ওপর এই সহিংসতার মাত্রা ছিলো অত্যন্ত মর্মান্তিক পর্যায়ের। গত ৩৬ বছরের মধ্যে ১১ হাজার ২৬৭ জন নারী গণধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হয়েছেন। এই তথ্য কাশ্মীরের নারীদের ওপর সংঘটিত অমানবিক অত্যাচারের ভয়াবহ চিত্র তুলে ধরে। ২২ হাজার ৯৮২ জন নারী বিধবা হয়েছেন ও ১ লাখ ৭ হাজার ৯৮২ শিশু এতিম হয়েছে।

উল্লেখ্য; ২০২৫ সালের এপ্রিল মাসে পেহেলগাঁওয়ে কথিত হামলাকে কেন্দ্র করে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে ৯ জন কাশ্মীরিকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে হাজার ৪৮০ জনকে। ধ্বংস করা হয়েছে অন্তত ৩৬টি কাঠামো।

সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস